আস্সালামুআলাইকুম

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের প্রিয় সংগঠন SLMA(South London Muslum Association) এর সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজ খলিল আহমদ ভাইকে তাঁর কবরে চির নিদ্রায় শায়িত হতে সাহায্য করছি! তিনি গত শুক্রবার দিবাগত রাতে আনুমানিক 3 টায় লন্ডনে শেষ নিঃশাস ত্যাগ করেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! তিনি বহুদিন যাবৎ অসুস্থ ছিলেন! তিনি তাঁর স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন! তিনি একজন একাধারে কোরানে হাফিজ, আলেম, ব্যবসায়ী, দানবীর এবং অত্যন্ত স্বজ্জন মানুষ ছিলেন! তাঁর এই অকাল মৃত্যু লন্ডনের বাঙলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে! আমরা মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর শোক সন্তপ্ত পরিবারের কষ্ট কাটিয়ে উঠার শক্তির জন্যেও দোয়া করি! আমিন!